টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শত বর্ষ প্রাচীন ইন্ডিয়ান জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মিলন উৎসবের আয়োজন করা হয় রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভা প্রশাসক প্রনব চ্যাটার্জী সহ প্রশাসক আইনুল হক, পূর্ব বর্ধমান জেলা জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী, সংগঠনের জেলা কমিটির নেতৃত্ব ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুশল চক্রবর্তী বলেন আগামী দিনে সংবাদ প্রচার মাধ্যমের অবস্থান কী হবে তা নিয়ে সন্ধিহান রয়েছেন সংবাদ সংস্থাগুলির। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি স্বপন মুখার্জী, সম্পাদক অরুপ লাহা, রাজ্যকমিটির সদস্য আমিরুল রহমান, জগন্নাথ ভৌমিক, সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্যামাপ্রসাদ চৌধুরী।
Social