আবারও রেশন দুর্নীতি, রানাঘাটে রেশন সামগ্রী থেকে বঞ্চিত গ্রাহকরা

Burdwan Today
2 Min Read

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ আবারও রেশন দুর্নীতি রানাঘাট ১ নম্বর ব্লকের বিদ্যানন্দপুরে। রেশন সামগ্রী থেকে বঞ্চিত প্রায় তিন মাস স্থানীয় বাসিন্দারা এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচারের অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই এই দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে রেশন ডিলার এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। রেশন ডিলার হিসাবে নাম রয়েছে মঞ্জু রানী মন্ডলের কিন্তু রেশনের যাবতীয় কাজকর্ম দায়িত্বভার নিয়েছেন তার মেয়ের ছেলে নাতি বিশ্বজিৎ বিশ্বাস। সাধারণ মানুষকে বারংবার হয়রানির শিকার হতে হচ্ছে রেশন সামগ্রী নিতে গিয়ে। রেশন গ্রাহকদের অভিযোগ রেশন সামগ্রী নিতে গেলে রেশন ডিলারের পক্ষ থেকে জানানো হয় যে কখনও লিংক নেই আবারও কখনও হাতের আঙ্গুলের ছাপ মিলছে না। এই একাধিক কারণ দেখিয়ে বঞ্চিত করা হচ্ছে রেশন দ্রব্য থেকে রেশন গ্ৰাহকদেরকে।

 রেশন গ্রাহকরা স্থানীয় নপাড়া পঞ্চায়েতে অভিযোগ দায়ের করে কোনো সমস্যার সমাধান হয়নি। বারংবার দুর্নীতির অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। এদিন রাতের অন্ধকারে রেশন সামগ্রী সরাতে গিয়ে হাতেনাতে ধরা পরে গ্রামবাসীর কাছে। রেশন সামগ্রী বোঝাই ভ্যান ঘিরে উত্তেজনা রেশন গ্রাহক ও সাধারণ মানুষের। খবর দেওয়া হয় রানাঘাট প্রশাসনকে এবং খবর পাঠানো হয় রানাঘাট এক নম্বর ব্লকের আধিকারিকের কাছে। যদিও ঘটনাস্থলে আটক হয়ে রয়েছে রেশন সামগ্রী। স্থানীয় গ্রামবাসীদের দাবি প্রশাসন আসলে তবেই প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এই রেশন সামগ্রী। এখন দেখার কি ব্যবস্থা গ্রহণ করেন প্রশাসন।

রাতভর রেশনের সামগ্রী সহ অভিযুক্ত ডিলারকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা৷ পরে পুলিশ অভিযুক্ত ডিলাযকে আটক করে থানায় নিয়ে আসে৷ বাসিন্দাদের দাবি, অভিযুক্ত রেশন ডিলারের আমরা কঠোরতম শাস্তি চায়৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে৷

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *