আগামী সপ্তাহ থেকে ১৮টি স্পেশাল ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল

Burdwan Today
2 Min Read

শুভদীপ দত্ত, কলকাতাঃ আগামী সোমবার থেকে বাংলা তথা পশ্চিমবঙ্গের মধ্যেই চালাতে চলেছে ১৮টি ট্রেন। তবে এখুনি চলছে না লোকাল ট্রেন, তবে স্টাফ স্পেশাল ট্রেন চলছে। ১৮টি স্পেশাল ট্রেনের ফলে নিত্যযাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। একনজরে দেখে নিন সেই ১৮ টি ট্রেনের পূর্ণাঙ্গ তালিকা নিম্নরূপ,-

১) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)

২) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)

৩) ০৩৫০২ আসানসোল-হলদিয়া : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)

৪) ০৩৫০১ হলদিয়া-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)

৫) ০৩৫০৬ আসানসোল-দিঘা : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)

৬) ০৩৫০৫ দিঘা-আসানসোল : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)

৭) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

৮) ০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন

৯) ০৩১১৭ কলকাতা-লালগোলা : ৬ জুলাই থেকে চলাচল শুরু (মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার)

১০) ০৩১১৮ লালগোলা-কলকাতা : ৭ জুলাই থেকে চলাচল শুরু (সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার)

১১) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

১২) ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

১৩) ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

১৪) ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

১৫) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

১৬) ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

১৭) ০৩০০১ হাওড়া-সিউড়ি : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

১৮) ০৩০০২ সিউড়ি-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)

বুকিং : ০২৩৮৪, ০২৩৮৩, ০৩৫০২, ০৩৫০১, ০৩৪২২, ০৩৪২১, ০৩১১৭, ০৩১১৮, ০২৩৪৭, ০২৩৪৮, ০৩০০১ এবং ০৩০০২ ট্রেনের বুকিং টিকিট কাউন্টার এবং ইন্টারনেটের মাধ্যমে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *