নিখিল কর্মকার, নদীয়াঃ কোভিড আক্রান্ত রোগীদের জন্য রানাঘাট পৌরসভা ও রানাঘাট লায়ন্স ক্লাবের উদ্যোগে চালু করা হল ১০ বেডের সেভ হোম। এ বিষয়ে রানাঘাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয় আমরা প্রাথমিক ভাবে এই ১০ বেডের আনুষ্ঠানিকভাবে সেফ হোমের শুভ সূচনা করলাম আগামী দিনে আরও দশটি বেড বাড়ানো হবে। এছাড়াও যে সমস্ত করোনা আক্রান্ত রোগী বাড়িতে ঘরের কারনে থাকতে অসুবিধা তাদের জন্য এখানে বেড এর ব্যবস্থা করা রয়েছে। করোনা রোগীদের অক্সিজেনের সমস্যা হলে এখান থেকেই মিলবে অক্সিজেন পাশাপাশি আগামী দিনে বাড়িতে বাড়িতে অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থাও করব আমরা।
Social