শ্রাবনী ঘোষ, কালনাঃ করোনা আক্রান্ত স্বামীর মৃত্যুর খবর পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রীও। ঘটনাটি ঘটে কালনা থানার অন্তর্গত নান্দাই গ্রাম পঞ্চায়েতের উত্তর শ্রীরামপুর গ্রামে। এই গ্রামের অমল রায় (৭২) এবং কাজল রায় (৬৫) অসুস্থ হয়ে পড়লে সকালে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা পরীক্ষায় অমল রায়ের রিপোর্ট পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। পাশাপাশি কাজল রায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ওইদিনই সন্ধ্যায় অমল রায়ের মৃত্যু দাবানলের মতোই খবর ছড়িয়ে পরে বাড়িতে,সেই খবর পেয়ে কাজল রায় অসুস্থ হয়ে পড়েন। তাকে কালনা মহাকুমা হাসপাতলে নিয়ে যাওয়ার পথে অজ্ঞান হয়ে যান। হাসপাতালে সংশ্লিষ্ট ডাক্তারবাবু দেখার পর কাজল দেবীকে মৃত বলে ঘোষণা করেন।
করোনা বিধি মেনে রবিবার রাতেই কালনা শ্মশানে অমল রায়ের শেষকৃত্য সমাধা হয়। অন্যদিকে সোমবার কাজল রায়ের মৃতদেহ ময়নাতদন্তের পর তার নিকট আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়।
Social