টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ এবার চিটফান্ড কান্ডে নাম জড়াল বর্ধমানের তৃণমূল নেতার। একটি বেসরকারী অর্থলগ্নিকারী সংস্থার মামলার ঘটনায় বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়-কে গ্রেফতার করা হয়েছে বলে সুত্রের খবর। বৃহস্পতিবার তাঁকে কলকাতায় গ্রেফতার করে সিবিআই। শুক্রবার আসানসোল সিজিএম আদালতে পেশ করা হয় প্রণব চট্টোপাধ্যায়-কে। তাঁকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ নিয়েছে আদালত।
সূত্রে খবর, বর্ধমান শহরের ঢলদিঘি অঞ্চলে টক অফ দা টাউন নামে একটি বিল্ডিং রয়েছে বর্ধমানের পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের। সেই বিল্ডিং থেকে দীর্ঘদিন ধরে অফিস করে চিটফান্ড চালাচ্ছিল বর্ধমান সানমার্গ নামে একটি সংস্থা। সেই সংস্থা কয়েক কোটি টাকা প্রতারণা করে। সেই চিটফান্ড সংস্থার বিষয়ে জানতে শুক্রবার বর্ধমান শহরের পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়-এর বাড়িতে হাজির হয় সিবিআই আধিকারিকরা। এদিন সিবিআইয়ের একটি টিম ও তার সঙ্গে ব্যাংকের আধিকারিকরা এসে প্রায় আধঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পৌর প্রশাসকের স্ত্রী রেখা চট্টোপাধ্যায়-কে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘সানমার্গ সংস্থাটি ওই বিল্ডিংয়ে কতদিন ভাড়া ছিলেন এবং তাদের সঙ্গে বর্তমানে কোন যোগাযোগ আছে কিনা সে বিষয়েই সিবিআই আধিকারিকরা জানতে চান।’ সানমার্গের ব্যবসা সম্পর্কে কোনো তথ্য জানতেন না বলে সিবিআইকে এ দিন জানান রেখা দেবী।
Social