টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান পৌরসভার ২৬ নং ওয়ার্ডের গোদা এলাকা থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার হলো দুটি তাজা বোমা। সকালবেলা একটি ড্রেনের মধ্যে প্রথমে একটি তাজা বোমা দেখতে পেয়ে স্থানীয়রা বর্ধমান থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ পৌঁছে তা উদ্ধার করে। তারপর আরও কিছুক্ষণ পর রাস্তার উপর থেকে আরো একটি তাজা বোমা উদ্ধার হয়।স্বভাবতই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে গোটা ঘটনায়। ইতিমধ্যে বর্ধমান থানার পুলিশ গোটা ঘটনায় তদন্তে নেমেছেন।
এদিন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর খন্ডেকর মহন্মদ সাহিদুল্লা বলেন শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা কিছু সমাজ বিরোধী দুষ্কৃতি মদ খেয়ে এসব করছে। তিনি আরও বলেন এখানে এখানে এসবিআই এটিএম আছে এই এটিএমের বাইরে সিসি টিভি ক্যামেরা আছে আমি আইসি সাবকে বল্লাম এই সিসি টিভি ক্যামেরা থেকে কিছু পাওয়া যায় কিনা। যদি না পাওয়া যায় আগামী দিনে এই ওয়ার্ড একটা ভয়ঙ্কর পরিস্তিতির দিকে যাবে।
Social