টুডে নিউজ সার্ভিস, রায়নাঃ ভোট মিটতেই অশান্তি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ।মৃত্যু হয় এক প্রৌড়ের। মৃতের নাম গণেশ মালিক (৬০)। বাড়ি রায়নার সমসপুরগ্রামে। রবিবার রাতে সমসপুর গ্রামে দু’পক্ষের মধ্যে চরম অশান্তি সৃষ্টি হয়। গণেশ মালিকের মাথায় আঘাত করা হয় বাঁশ দিয়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তার পরেই রায়না থানার পুলিশ ৬ জন বিজেপি কর্মীকে গ্ৰেফতার করে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় ।
Social