দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে সাধারণ মানুষদের সরকারি পরিষেবা প্রদান করার জন্য দ্বিতীয় দফায় দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করেছেন। সোমবার রাজ্য জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফায় দুয়ারে সরকার কর্মসূচি। সেইমত এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ১ অঞ্চলের আকুই ইউনিয়ন হাইস্কুলে শুরু হয়েছে দ্বিতীয় দফায় দুয়ারে সরকার কর্মসূচি। এদিন ইন্দাস ব্লকের আকুই ১ অঞ্চলের সাধারণ মানুষরা নিজেদের সমস্যা সমাধান করার জন্য আকুই ইউনিয়ন হাইস্কুলে লম্বা লাইন দেন। সরকারি আধিকারিকদের সহযোগিতায় সাধারণ মানুষেরা সুস্থ স্বাভাবিক পরিষেবা পেয়ে খুবই খুশি। দুয়ারে সরকারে আসা গ্রামের এক বাসিন্দা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সার্বিক উন্নয়নের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় আমরা দারুণ খুশি।
এদিন উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসি ভদ্র চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন, সি আই গৌতম তালুকদার, ইন্দাস থানার ওসি আবদুস সামাদ আনসারি, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।
Social