টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ করোনা আবহে ভ্যাকসিনের হাহাকার। সেখানে বর্ধমান শহরের যৌন কর্মীদের কোভিড ভ্যাকসিনের ব্যবস্থা করল স্বেচ্ছাসেবী সংস্থা স্পীড। প্রায় ৭০ জন যৌন কর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানান স্পীড কর্তৃপক্ষ। সংস্থার পক্ষ থেকে তাপস মাকড় বলেন, আমরা শুধু বর্ধমান জেলায় নয় কোচবিহার ও মুর্শিদাবাদ জেলার যৌন কর্মীদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছি।
ইতিমধ্যে কোচবিহার জেলায় ২৮৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এদিন ১০০ জনকে দেবার লক্ষমাত্রা রেখেছি। এছাড়া এই সংস্থা সমাজের পিছিয়ে পরা পথ শিশু,যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কাজ করে থাকি। স্পীডের ব্যবস্থাপনায় ভ্যাকসিন পেয়ে খুশি যৌন কর্মীরা।
Social