টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্য সরকারের ডাকা লকডাউন সফল করতে শহরের প্রতিটি এলাকায় চলছে পুলিশি টহলদারি। কোনো কারণ বলতে না পারলে ফিরিয়ে দেওয়া হচ্ছে পথ চলতি মানুষদের। রবিবার ছুটির দিনেও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট, স্টেশন মোড়, গোলাপবাগ, নবাব হাট,পারবীরহাটা সহ একাধিক জায়গায় চললো নাকাচেকিং। লকডাউনের মধ্যে টোটো চালানোর অপরাধে পারবীরহাটা ট্রাফিক ওসি ছোটে লাল প্রসাদের নেতৃত্বে পারবীরহাটা ফাঁড়িতে আটকে রাখা হলো টোটো । পাশাপাশি আকারণে বাইক, সাইকেল নিয়ে ঘোরাফেরার কারণে আটকে রাখা হলো একাধিক বাইক, সাইকেল বেশ কয়েকজনকে আটকও করা হয়।
Check Also
মর্মান্তিক ঘটনা! খাদানের জলে পড়ে সব শেষ
দেবনাথ মোদক, বাঁকুড়াঃ গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া …
Social