কৃষ্ণ সাহা, রায়নাঃ রায়না বিধানসভার অন্তর্গত সেহারা অঞ্চলের ক্ষেমতা গ্রামে ঈদ এবং অক্ষয় তৃতীয়ার পূণ্য তিথিতে সংবর্ধনা জ্ঞাপন করা হলো রায়না বিধানসভার নবনির্বাচিত বিধায়িকা শম্পা ধারাকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বিধায়িকা শম্পা ধারা এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি। সেই কারণেই রায়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডলকে তিনি বারবার করে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে সুস্থ হলে সাধারণ মানুষের সঙ্গে নিজে এসে কথা বলবেন বলে জানিয়েছেন শম্পা ধারা। তাই পূর্বপরিকল্পনা অনুযায়ী এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামদেব মন্ডল। স্থানীয় বাসিন্দারা ঠিক করেছিলেন যে,যেদিন খুশির ঈদ সেদিন বিধায়িকাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন। তাদের ইচ্ছা অনুযায়ী, এদিনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বামদেব মন্ডল ছাড়াও তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী সমর্থক যারা নির্বাচনের আগে দীর্ঘদিন ধরে দলের জন্য খেটে গিয়েছেন তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে গর্বিত অনুভব করছেন বামদেব মন্ডল। বিধায়কের শরীর সুস্থ হলে আবারও তাকে নিয়ে বড় করে অনুষ্ঠানের আয়োজন করার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীরা।
Social