রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ রাত পোহালেই অনুষ্ঠিত হবে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। কিন্তু এবছর করোনার ছায়া পড়ল বিশ্বকর্মা পূজাতেও। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বৃহস্পতিবার দেখা গেল অন্যান্য বছরের তুলনায় এবছর বাজারে বিশ্বকর্মা প্রতিমার সংখ্যা অনেকটাই কম। পাশাপাশি এবছর প্রতিমা নিয়ে আসা মানুষদের সংখ্যাও অনেকটাই কম। প্রতিমার সংখ্যা বাজারে কম থাকায় প্রতিমার বাজারেও আগুন লেগেছে। পাশাপাশি যে সমস্ত ক্রেতারা প্রতিমা কিনতে আসছেন তাদের ব্যবসা মহামারীর জেরে লকডাউনের কারণে বন্ধ থাকায় তারাও এ বছর নামমাত্র পূজা সারবেন বলে জানিয়েছেন।
Check Also
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টায় মন্তেশ্বরে গ্রেফতার ৩
জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ এলাকায় অশান্তির পাকানোর চেষ্টার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। …