টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার আলমগজ্ঞ মাটিরবাগ এলাকায় রাতের অন্ধকারে বসতবাড়িতে হামলা চালালো একদল যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বর্ধমানের আলমগজ্ঞ এলাকায়। সামগ্ৰী এই ঘটনা সম্পর্কে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের লোকেরা। ঘটনার খবর পেয়েই বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ভোট পরবর্তী হিংসায় বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় বাড়ি ঘড় ভাঙচুর,ব্যবসায়ী প্রতিষ্ঠান শুরু হয়ে গিয়েছে। পাশিখানা এলাকা থেকে আগত ওই যুবকরা স্থানীয় বিধায়কের নামে হুমকি দেন এমনটাই অভিযোগ করছেন পরিবারের মহিলারা। তবে কি কারনে এই বসত বাড়ি হামলা, ওই যুবকরা কার নির্দেশে এসেছিলেন সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। তবে এই এলাকায় বসত বাড়িতে হামলার ঘটনায় রীতিমতো এলাকায় মানুষদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
Social