নিখিল কর্মকার, নদীয়াঃ রাজ্যপালের নির্দেশে বেআইনিভাবে ক্যাবিনেট মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে রাজ্যপালের পদত্যাগ চাই আমরা, মূলত এই দাবি নিয়ে রাজ্যপালের কুশপুতুল জ্বালিয়ে নদীয়ার ফুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এছাড়াও নদীয়ার বিভিন্ন জায়গাতেও এদিন বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু। উল্লেখ্য সোমবার সিবিআই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাকে বাড়ি থেকে গ্রেফতার করে। সিবিআই এর দাবি নারদ কান্ডে তাদের গ্রেফতার করা হয়েছে। এরপরে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস। যদিও পরবর্তীকালে তাদের জামিন মঞ্জুর হলেও হাইকোর্ট জামিন মঞ্জুরের স্থগিতাদেশ জারি করে। এর পরে আবারো উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি।গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় অবরোধ কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।এদিন নদীয়ার ফুলিয়ার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাজ্যপাল জগদীপ ধনকর-এর একটি কুশপুতুলে জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। তৃণমূল কংগ্রেসের দাবি যতক্ষণ না পর্যন্ত রাজ্যপাল পদত্যাগ করছেন আমাদের আন্দোলন চলতে থাকবে।এছাড়াও শান্তিপুর সহ নদিয়ার একাধিক জায়গায় টায়ার ও কুশপুতুল দাহ করে প্রতিবাদ বিক্ষোভ করেন তৃণমূল সমর্থকরা।
Social