মোবাইলে গেম খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে কাটা পড়ে মৃত ৪

Burdwan Today
2 Min Read

 

সীমা বিশ্বাস, উত্তর দিনাজপুরঃ মোবাইলে গেম খেলতে খেলতে রেল লাইনে ট্রেনে কাটা পরে মৃত্যু চার যুবকের। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের কানুয়াগছ গ্রামে।  মৃতদের নাম নাম রাহুল সিংহ, সৌরভ সিংহ, প্রশান্ত সিংহ এবং রাহুল সিংহ প্রত্যেকেই চোপড়া এলাকা মোটর গ্যারেজ এবং চা ফ্যাক্টরির কর্মী। রবিবার রাখি বন্ধন উৎসবের কারনে বোনের কাছে রাখি পড়তে চারজনই বাড়িতে এসেছিল। সন্ধ্যার পর এলাকার চার বন্ধু বাড়ি কাছে রেল লাইনের ধারে গিয়েছিল। এলাকার লোকজন বলছে মোবাইলে পাবজি খেলতে আবার কেউ বলছে মোবাইলে গান শুনছিল। এই মোবাইলে তাদের জীবনকে শেষ করে দেবে এটা বুঝতে পারেনি তারা। আচমকা পর পর দুটি লাইনে দুটি আপ, ডাউন ট্রেন। আপ ট্রেনকে কোনভাবে রক্ষা পেলেও এন জে পি র দিক থেকে আসা আগরতলা দেওঘর ডাউন ট্রেনে  আর রক্ষা পেল না। এদিকে দীর্ঘ কয়েক ঘন্টা দেহগুলি রেললাইনের পাশে পড়ে থাকলেও রেলওয়ে দপ্তরের আধিকারিকেরা বা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোয় ছিন্ন ভিন্ন দেহ শনাক্ত করার পর মৃতের আত্মীয়রা দেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যায় এবং দেহগুলিকে দাহ করে পরিবারের লোকজন। একই পরিবারে দুই যুবকের মৃত্যু, প্রতিবেশী আরও দুইজন। একই সঙ্গে চারজনের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

   এই ব্যাপারে হাপতিয়া পঞ্চায়েতের প্রাধান আবিনা টুডু বলেন গতকাল রাতে আমার ফোন বন্ধ থাকায় ঘটনার খবর আমি সকালে পেয়েছি। যদিও সারাদিন বৃষ্টির জন্য আমি এখনো পরিবারের সাথে দেখা করতে পারিনি। যা ঘটেছে তা অত্যম্ত দুর্ভাগ্যজনক তবে আমরা পরিবারের লোকজনের পাশে আছি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *