টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে এলেন বৃহস্পতিবার সকালে। প্রথমে খেঁজুরী এলাকা পরিদর্শন করেন। এরপর কাঁথিতে যান। সেখানেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।পরে দীঘায় যান। শুক্রবার তিনি রামনগর এলাকায় পরিদর্শনে যাবেন। দীঘাতে একটি প্রশাসনিক বৈঠকও আগামীকাল করতে পারেন। মন্ত্রীর সাথে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার কৃষিদপ্তরের আধিকারিকেরা।
এদিন প্রথমে খেঁজুরীর কামারদা গ্রামপঞ্চায়েতে একটি বৈঠক করেন পঞ্চায়েত ও ব্লক নেতৃত্বদের সাথে।এরপর খেঁজুরীর কন্ঠীবাড়ি এলাকায় ভাঙা ক্যালভ্যাট ভেঙে জল এলাকায় জল প্রবেশ করেছিলো, সেই এলাকা পরিদর্শন করেন। এরপর খেঁজুরীর বেশকিছু কৃষিএলাকা পরিদর্শন করেন। পরে কাঁথির বেশকিছু এলাকায় যান এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
Social