সৌরভ আদকঃ টোকিও অলিম্পিকে প্রথম দিনেই রৌপ্যপদক অর্জন করেছিলেন ওয়েটলিফটার মীরাবাই চানু, ভারতের মহিলাদের জয়ের শুরু। মীরা ছাড়াও দেশের অন্য আর একটি মেয়ের হাত ধরে আন্তর্জাতিক মঞ্চে তেরাঙ্গা উড়ে এল।
এবার স্বর্ণপদক পেলেন হরিয়ানার প্রিয়া মালিক। বিশ্ব ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়ার সাফল্যে গর্বিত তিনি টুইট করে প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন।
Social