Breaking News

মাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

নিখিল কর্মকার, নদীয়াঃ পারিবারিক বিবাদের জেরে মাকে লক্ষ্য করে গুলি ছেলের। ঘটনাটি নদিয়া নাকাশিপাড়া থানার চন্দনপুর এলাকায়। সূত্রের খবর, এই দিন বিকেলে ছেলে রাহুল মন্ডলের সঙ্গে তাঁর পরিবারের মধ্যে  ঝামেলা বেধে গেলে গন্ডগোলের সৃষ্টি হয়। সেই সময় ছেলে রাহুল ঘর থেকে আগ্নেয়াস্ত্র বার করে নিয়ে এসে গুলি চালালে গুলিবিদ্ধ হন মা পূর্ণিমা বিবি।  

 এরপরই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। গুরুতর আহত অবস্থায় প্রথমে নাকাশিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন  মধ্যবয়স্কা ওই মহিলা।

ভিডিওটি দেখার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করুন-

https://www.facebook.com/1972748202980823/posts/2954282168160750/?app=fbl

About Burdwan Today

Check Also

খাস কলকাতায় বিস্ফোরণ

টুডে নিউজ সার্ভিসঃ খাস কলকাতায় ভরদুপুরে বিস্ফোরণ। ঘটনায় হাত খোয়ালেন এক কাগজ কুড়ানি। ঘটনায় ব্যাপক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *