নিখিল কর্মকার, নদীয়াঃ ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এছাড়াও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতৃত্বে জয়প্রকাশ মজুমদার, সাধারণ মানুষকে নিয়ম মাফিক দেওয়া হচ্ছে না প্রাপ্য ভ্যাকসিন। চলছে কালোবাজারি ও দুর্নীতি তারই প্রতিবাদে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা।
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, গোটা রাজ্যে যেভাবে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে তারই বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ আন্দোলন। এছাড়াও একই দাবি নিয়ে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাদের দাবি দ্রুত যদি এর সমাধান না হয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।এছাড়া ওয়াজ জেলার বিভিন্ন জায়গায় ভ্যাকসিন দুর্নীতি নিয়ে সরব বিজেপি শিবির শিবির।
Social