তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কান্দি রাজ মহা বিদ্যালয় প্রাঙ্গণে ডক্টর এপিজে আব্দুল কালাম-এর মূর্তির পাদদেশে কান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারত ছাড়ো আন্দোলনের স্মৃতিচারণায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তৃণমূল কংগ্রেস এদিনের এই কর্মসূচিতে রক্ত দানের পাশাপাশি দেশের বীর শহীদদের উদ্দেশ্যে শহীদ বেদীতে মাল্যদান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়।
সোমবারের এই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কান্দি পৌরসভার প্রশাসক ও মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপূর্ব সরকার, কান্দি পৌরসভার প্রশাসক সদস্য তথা কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবল দাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা।
Social