নিখিল কর্মকার, নদীয়াঃ রবিবার রাত ৮টা নাগাদ বোমার আওয়াজে কেঁপে ওঠে ভীমপুর থানার অন্তর্গত পাকুরগাছির মুসলিম পাড়া। হঠাৎই বোমার শব্দে আতঙ্কিত হয়ে ওঠে গ্রামবাসীরা। জানা যায় যে, বোমা বাঁধতে গিয়েই অসাবধানতা বশত ফেটে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় দুইজন সেলিম মন্ডল , শাহজাহান মন্ডল। ঘটনাস্থল থেকে সবাই পালিয়ে যায়। খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি করে একটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। যেখানে বোমা ছিল সেই ঘটনাস্থলে প্রমাণ লোপাটের চেষ্টা করে দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ভীমপুর থানার পুলিশ। তবে কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Check Also
দুই পরিবারের অশান্তির শিকার নাবালিকা, গোপনাঙ্গে একাধিক আঘাত
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পোষ্য কুকুরে ফুলকপির জমি নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের …
Social