টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ডিএসপি ট্রাফিকের নেতৃত্বে বর্ধমান শহরজুড়ে বেআইনি গাড়ি ও নো পার্কিংএ থাকা চার চাকা ও মোটর সাইকেলে অভিযান চালানো হয়। উল্লেখ্য বর্ধমান শহর জিটি রোড এলাকায় করোনা বিধিনিষেধ খতিয়ে দেখতেই মূলত এই অভিযান। কার্যতঃ একদিকে করোনা আবহ আর অন্যদিকে শহরজুড়ে যত্রতত্র পার্কিং ফলে যানজটের সৃষ্টি হছে, এমনকি বর্ধমান পুলিশ প্রশাসনের নো পার্কিং লেখা বোর্ডকে বুড়ো আঙুল দেখিয়ে যে যার চার চাকা ও মোটর সাইকেল রেখে বাজার করছেন। এদিন ডিএসপি ট্রাফিক অতনু ব্যানার্জির নেতৃত্বে দুই ট্রাফিক ওসি সংগ্রাম মোহন্ত ও ছোটেলাল সাও শহর বর্ধমানে অভিযান চালান। সূত্র মারফৎ ডিএসপি ট্রাফিক জানান, এক ঘন্টা ধরে নো পার্কিং জনে চার চাকা ও মোটর সাইকেল পরে রয়েছে, তাই সেইসব গাড়িগুলোর প্রতি ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে যেসব ব্যবসায়ীরা গাড়ি রেখে দীর্ঘক্ষণ ব্যবসা প্রতিষ্ঠান করছেন তাঁরা ছুটে এসে দেখেন তাদের গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে, ফলে তাঁরা পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন, পরবর্তীকালে বর্ধমান থানার আইসি পিন্টু সাহা আসেন ঘটনাস্থলে।
কেন চার চাকা গাড়ির হাওয়া খুলে দেওয়া হলো এই নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বাকবিতন্ডা সৃষ্টি হয় ফলে একজনকে আটকও করে বর্ধমান থানার পুলিশ।
Social