দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বর্তমানে সারা দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলছে। করোনা ব্যাধির মধ্যে দিয়ে সেই করোনা ব্যাধিকে মুক্ত করে বিশ্বশান্তির জন্য মহাযজ্ঞ অনুষ্ঠান করা হলো জুনবেদিয়া এলাকার শ্রীশ্রী তারা তীর্থ আশ্রমে। আশ্রমের বিবেকানন্দ ব্রহ্মচারী উদ্যোগে অনুষ্ঠিত হয় মহাদেবের রুদ্রাভিষেক পূজা ও যজ্ঞ।
যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন দয়াময় গোস্বামী, টোল পন্ডিত মদনমোহন চট্টরাজ, সুভাষচন্দ্র চট্টোপাধ্যায়। এদিন মন্ত্র উচ্চারণে মধ্যে দিয়ে করোনা ব্যাধি মুক্ত করতে পূজা পাঠ ও যজ্ঞ চলে সকাল থেকে।
Social