ঝিলিক দাস, বীরভূমঃ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল মহম্মদবাজার ব্লকের কুলিয়া গ্রামের ২০০ জন বিজেপি কর্মী। রবিবার কুলিয়া শিবতলায় সন্ধ্যা সাতটা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয় একটি আলোচনা সভার। এদিন এই সভায় বিজেপির যুব মোর্চার মণ্ডল সভাপতি হিরামনি অধিকারীর নেতৃত্বে ২০০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেয়। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি।
এই সভায় উপস্থিত ছিলেন মহাম্মদ বাজারের ব্লক সভাপতি তাপস সিংহ, কার্যকারি সভাপতি রাফেউল হক, অঞ্চল সভাপতি দেবশংকর বন্ধ্যোপাধ্যায়, মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা সহ এলাকার তৃণমূলের কর্মীরা।
Social