টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অনেক মন্দির তো দেখেছেন নানা দেব দেবীর, কিন্তু স্বয়ং বাবা মা কে অনেকে দেবতা মানলেও তার মূর্তি বানিয়ে দেবতা রুপে পুজো বা মন্দির প্রতিষ্ঠা করে নজির সৃষ্টি করলেন বর্ধমান শহরের পুলিশলাইন এলাকার কামিনি বিশ্বাস। পেশায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কামিনি বাবু নিজের বাবা-মার স্মৃতি উদ্দেশ্যে মন্দির প্রতিষ্ঠা করেছেন। সাথে সাথে মন্দিরে শুরু করেছেন দাতব্য চিকিৎসালয়, বাবা মা এর স্মৃতি বাঁচিয়ে রাখতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবক সন্দীপন সরকার জানান, এই কাজ শুধু জেলা না সারা দেশে নজির কাড়ে। নিজের পিতা মাতার স্মৃতিতে মন্দিরের সাথে দাতব্য চিকিৎসালয় প্রশংসার দাবী রাখে। কামিনি বাবু জানান, জীবিত ও মৃত দুই অবস্থা তেই বাবা-মাকে শ্রদ্ধা সম্মান সকলে করুক। তিনি আরও বলেন এই দাতব্য চিকিৎসায় যেসমস্ত দুস্থঃ মানুষজন আছেন যারা পয়সা অভাবে চিকিৎসা করাতে পারছে না তাদের এই চিকিৎসালয়ে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হবে ।
Check Also
কাটোয়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ড্রোন উড়িয়ে অভিযুক্তকে ধরলো পুলিশ
টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার …
Social