দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ করোনা আবহে যখন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ সেই পরিস্থিতিতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক অভিনব শিক্ষক দিবস পালন করে দৃষ্টান্ত স্থাপন করলো। বাড়িতে বাড়িতে গিয়ে শিক্ষকদের এদিন সম্বর্ধনা জানান । শিক্ষকগনকে পবিত্র শিক্ষক দিবসে শ্রদ্ধায় ভক্তিতে তাঁদের হাতে তুলে দিলেন শিক্ষকের অমূল্য সম্পদ কলম, পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট। আরম্ভর হয়তো তত জাঁকজমক ছিল না কিন্তু আন্তরিকতা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালবাসা সবকিছুকে ছাপিয়ে গেছে।
সঙ্গীতা মালিক বলেন, অন্ধকার থেকে যারা আমাদের আলোর পথ দেখিয়ে মানবতা ও মনুষ্যত্বের আলোকে আমাদের পথের সন্ধান দিয়েছেন তাঁদের সম্বর্ধনা দিয়ে আমরা নিজদিকে গর্বিত মনে করছি।
Social