টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ শনিবার সকাল থেকেই বৃষ্টির ফলে বর্ধমান জিটি রোড তিনকোনিয়া বাসস্ট্যান্ডের নিকটে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে। এর ফলে বিদ্যুতের খুটি হেলে পরে। ঘটনাস্থলে আসেন বর্ধমান পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ। তিনি বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথে চলে এসেছি। আর বলেন এই বর্ধমান স্টেশন যাওয়ার রাস্তার উপর একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ার ফলে এই বিপত্তি ঘটেছে। আরও বলেন আমরা ইতিমধ্যে সিভিল ডিফেন্স ও বিদ্যুৎ বিভাগকে খবর দিয়েছি। অবিলম্বে গাছটি সরিয়ে রাস্তা পরিষ্কার করার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ যথাযথ করা হবে। ঘটনাস্থলে চলে আসে সিভিল ডিফেন্স ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ।
তিনকোনিয়া গুড সেডের বাসিন্দা প্রদীপ রাজভর বলেন, অতিবৃষ্টির ফলে এই কৃষ্ণচূড়া গাছটি রাস্তার উপর পড়ে যায় এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঘটনার খানিকক্ষণ বাদেই বিভিন্ন দপ্তরের অধিকারি ও কর্মীরা চলে আসেন। আপৎকালীন পরিষেবা দফতরের কর্মীরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন। জি টি রোডের এক দিকের রাস্তার যান চলাচল ব্যাহত হয়ে। গাছ কেটে রাস্তা পরিষ্কার করার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়।
Social