টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে রবিবার পুজো দিয়ে গেলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ও হুগলীর সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে শহরের আরও একটি ঐতিহ্যবাহী মন্দির ১০৮শিব মন্দিরে পুজো দিতে গেলেন তিনি।
এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন ‘মায়ের কাছে প্রার্থনা করে ছিলাম আমরা যেন আবার তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসি তাই ক্ষমতায় এসেছি’ বলে পুজো দিয়ে গেলাম। সকলের যেন মঙ্গল করে মা এই প্রার্থনা করে গেলাম আর মহামারী করোনা থেকে যেন মুক্ত হয় পৃথিবী। তিনি আরও বলেন ‘আমরা যেন মানুষের কাজ করার শক্তি পাই আর অশুভ শক্তি যেন বিনাশ হয়’।
এদিন এখানে উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, শহর তৃণমূল সভাপতি অরুপ দাস, জেলার সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জী, জয়হিন্দ শহর সভাপতি পল্লব দাস সহ প্রমুখেরা।
Social