টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষা দেওয়ার পরিবর্তে পুরনো পদ্ধতিতেই পরীক্ষা দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ দেখালো পলিটেকনিক কলেজের ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার বর্ধমান এমবিসি পলিটেকনিক কলেজের দ্বিতীয় ষষ্ঠ সেমিস্টারের ছাত্ররা জানান বিভিন্ন ক্ষেত্রে এই পদ্ধতিতে পরীক্ষা দেওয়া অসম্ভব বিষয় কারন তারা যে এলাকাটিতে থাকে সেখানে নেটওয়ার্ক কানেকশন ঠিকমত নাও থাকতে পারে। এছাড়া সকলের কাছে উন্নত মানের মোবাইল ফোন নেই তাই পুরো পরীক্ষা প্রক্রিয়ায় ভিডিও চালু রেখে পরীক্ষা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় এর পরিবর্তে গতবছরের নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র মেলার পর উত্তর লিখে তা অনলাইন মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা করার প্রক্রিয়াতেই পরীক্ষা দিতে চান তারা। এদিন এই দাবি জানিয়ে কলেজে ছাত্ররা জমায়েত করে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় এছাড়াও অন্যান্য সংগঠন ও সাধারণ ছাত্রছাত্রীরা তাদের সাথে শামিল হয়েছিলেন।
Social