দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ প্রবল বৃষ্টির কারণে বাঁকুড়া জেলার ইন্দাসে দেবখাল ভেসে যাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলপুর অঞ্চলের বলরামপুর গ্রামে।বন্যা দুর্গত মানুষের পাশে দারালেন ইন্দাস বিধান সভার বিধায়ক নির্মল ধাড়া। শুধু মঙ্গল পুর নয় সারা বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক জুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমস্থ জায়গায় বন্যা কবলিত মানুষের পাশে দাড়ালেন বিধায়ক।
মঙ্গলপুর অঞ্চলের বলরামপুর গ্রামের এক বাসিন্দা সাংবাদিক দের জানান এই অবস্থা প্রতিবছরই হয়। তাদের কোনো যাবার রাস্তা নেই। অপর এক এলাকার বাসিন্দা জানান, প্রতিবছরই এই বন্যা হয় কিন্তু এই পরিস্থিতিতে কোনো বিধায়ক আমাদের পাশে এসে দাঁড়ায় নি এই প্রথমবার বিধায়ক এলেন। তিনি আরও বলেন, এই অবস্থা আগেও হয়েছে সাবাইকে জানানো হয়েছে কিন্তু এর আগে কেউ পাশে দাঁড়ায় নি বলে তার অভিযোগ করেন।
Social