রমা চ্যাটার্জি, দক্ষিণ দিনাজপুরঃ একাধিক দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বংশীহারীতে বহিষ্কৃত এক যুব তৃণমূল নেতা। জানা যায় বহিষ্কৃত নেতার নাম জীতেশ সরকার। তিনি বংশীহারী ব্লক যুব তৃনমূলের সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় নেতৃত্বের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিরোধী দলের সাথে গোপনে যোগাযোগ ছিল তার। এদিন বংশীহারী ডিটলহাট এলাকায় বিশেষ বৈঠকের মাধ্যমে দলীয় নেতৃত্বরা তাকে দল থেকে বহিষ্কার করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক যুব তৃণমূল সভাপতি সামাউন কাবির, অঞ্চল প্রেসিডেন্ট রমজান আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অঞ্চল পূর্ত কর্মাধ্যক্ষ খাদেমুল তপন মন্ডল সহ অন্যান্যরা।
.
Social