সন্তোষ মোদক, উত্তর দিনাজপুরঃ ফের বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল শিবির। একদিকে উত্তর দিনাজপুরের করনদিঘী বিধানসভার সমস্ত পঞ্চায়েতগুলি বিজেপি থেকে হাতছাড়া হয়ে তৃণমূলের দখলে এসেছে ঠিক তেমন করেই চোপড়া ব্লকের বিজেপির ভাঙ্গন ধরিয়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি করছে। যদিও চোপড়া ব্লকে তৃণমূল আগের থেকেই শক্তিশালি রয়েছে। সোনাপুর পঞ্চায়েতের ঘরুগছ থেকে প্রায় ১৫০ থেকে ২০০ কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। সোনাপুর পঞ্চায়েতের প্রধান রবি খাতুন বলেন দিদির উন্নয়নকে সামনে রেখেই বিজেপি কর্মীরা একে একে তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে। দিদি যেভাবে একের পর এক উন্নয়নমুখী প্রকল্প আনছে জনগণের জন্য তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন।
অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েতের সদস্যা মনিকা রায় বলেন, আমরা আমাদের বিজেপি সরকার গঠন করতে না পারায় আমরা তৃণমূলে যোগদান করলাম এবং দিদির উন্নয়নকে সামনে রেখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম এলাকার উন্নয়নের স্বার্থে।
Social