টুডে নিউজ সার্ভিসঃ চলে গেলেন প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সংস্কৃতি জগত্। গৌরী দেবীর স্বামী পার্থ ঘোষও একজন নামী বাচিক শিল্পী। দু’জনে একসঙ্গে জুটি বেঁধে কবিতা, নাটক পরিবেশন স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থেকে যাবে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৌরী ঘোষের আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
মায়ের প্রয়াণে ছেলে অয়ন ঘোষ বলেন, ”আমার নিঃশ্বাস চলে গেল।” পাশাপাশি শোকপ্রকাশ করেছেন বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়।
Social