বিশ্বজিৎ দাস, নদীয়াঃ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ অ্যাসিডের বোতল বাজেয়াপ্ত করল শান্তিপুর থানা পুলিশ। রবিবার শান্তিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে শান্তিপুরের বিভিন্ন এলাকার বিভিন্ন হার্ডওয়ারের দোকান থেকে অবৈধভাবে বিক্রির জন্য বেআইনিভাবে মজুদ করে রাখা প্রচুর পরিমাণে অ্যাসিডের বোতল উদ্ধার করা হয়।
এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করে শান্তিপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় এই অ্যাসিডের বোতল গুলি বেআইনিভাবে মজুদ করে রাখা হয়েছিল বিভিন্ন হার্ডওয়ারের দোকানে। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১০ পেটি বেআইনি অ্যাসিডের বোতল।
Social