টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ কোভিড পরিস্থিতিতে বন্ধ হয়ে গিয়েছে যাবতীয় কাজকর্ম, কবে আবার স্বাভাবিক হবে কে বা জানে! রোজগার বন্ধ হয়ে গিয়েছে ভাঁড়ারে পড়েছে টান। এমনি পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন প্রবীণ চিত্রশিল্পী শ্রী মঙ্গলচন্দ্র বাহাদুর। শিল্পী দীর্ঘদিন বাঘাযতীনের এক অঙ্কন স্কুলে ছোটদের আঁকা শেখাতেন। মারণ ভাইরাস করোনার জন্যই আজ সবই বন্ধ। আজ আর অঙ্কন স্কুলে শিক্ষার্থীর দেখা নেই, স্কুলঘর পুরো শূন্য। ফলে চরম আর্থিক অনটনের মধ্যে দিয়ে ভাড়া বাড়িতে কাটাতে হচ্ছে দিন। তার উপর আবার তিনি শ্বাসকষ্ট সহ অন্যান্য ব্যধিতে আক্রান্ত। আজ তিনি চিকিৎসার ব্যয়ভার টুকু বহনে বড়ই অসমর্থ।
এমনই পরিস্থিতিতে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের প্রতি একান্ত অনুরোধ এই দুঃসময়ে এই অসহায় মানুষটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
Social