Breaking News

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কর্তব্যরত দুই মহিলা কনস্টেবল

  

নিখিল কর্মকার, নদীয়াঃ বুধবার সকাল আটটা নাগাদ শান্তিপুর পুলিশ স্টেশন থেকে নৃরসিংহপুর কালনা ঘাটের দিকে, একটি স্কুটি চেপে শান্তিপুর থানার কনস্টেবল সুপর্ণা পাল এবং দীপ্তি রায় দুজনে যাচ্ছিলেন। ২৩ নম্বর ওয়ার্ডের বকুলতলার কিছুটা আগে হঠাৎ সজোরে আছড়ে পড়েন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, কি কারণে এই দুর্ঘটনা তার জানতে না পারলেও, এলাকাবাসীর তৎপরতায় আহত দুই কনস্টেবলকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করা হয়, দুজনেই গুরুতর জখম হয়েছে বলে জানা যায় শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে।

পরিবার সূত্রে জানা যায়, সুপর্ণা পালের স্বামী সুদীপ্ত সাহা এক নম্বর কলোনির বাসিন্দা, অন্যদিকে দীপ্তি রায় স্বামী ননীকান্ত মন্ডল মেথির ডাঙ্গায় বাড়ি।

About Burdwan Today

Check Also

“পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে”, বর্ধমানে এসে এমনই মন্তব্য করলেন ডাঃ সত্যজিৎ বসু

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পশ্চিমবঙ্গ এখন দালালদের ভূস্বর্গ হয়ে উঠেছে বর্ধমানের এসে এমনই বিস্ফোরক মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *