টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ।এমতো অবস্থায় কিছু মানুষ সাধারন মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এরকমি এক ছবি ধরা পরে আমাদের ক্যামেরায়।
এই কোভিডে বর্ধমান শহরে বেশ কিছু নাসিংহোমে দালাল চক্রের হদিশ পাওয়া যায় প্রায়শই। এদিন বর্ধমান শহরের রেঁনেসা এলাকায় একটি বেসরকারি নাসিংহোম বিমস নাসিংহোমে দালাল চক্রের হদিস পাওয়া গেলো, মোটা অঙ্কের টাকা মৃত করোনা ব্যাক্তির পরিবারের কাছ থেকে নিয়ে । সেই দেহ বর্ধমানের নির্মল ঝিল শ্বশানে দাহ করতে আসেন ।সেইসময় শ্বসান চত্বরে এলাকার লোকের সেই দালাল চক্রকে হাতে নাতে ধরে ফেলে। তারপর সেখানে মারধর করে তাদের।ঘটনার খবর পেয়ে তরিঘড়ি ঘটনাস্থলে আসে বর্ধমান থানার আই সি পিন্টু সাহা সহ অনান্য পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় একজনকে আটক করছে বর্ধমান থানার পুলিশ এবং আর কারা কারা এই চক্রের পিছনে যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।
Social