তারকনাথ সিট, মুর্শিদাবাদঃ শেষ রক্ষা হলো না গত তিনদিন ধরে একটু একটু করে জল বেড়েই চলেছে আর মঙ্গলবার দুপুর হতেই নদী বাঁধ ভেঙে প্লাবিত হল মুর্শিদাবাদের খড়গ্রাম থানা এলাকার পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের পলাশী রানীনগর গোপীনাথপুর পিসিমা দেবগ্রাম সহ প্রায় ১০টি গ্রাম। এদিন দুপুরে হঠাৎই দারোকা নদী দক্ষিণ দিকের বাঁধ জলের চাপে ভেঙে যায়, হু হু করে জল ঢুকতে শুরু করে গ্রামগুলিতে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন খরগ্রাম থানার ওসি কার্তিক মাঝি সহ বিরাট পুলিশের দল ও খরগ্রাম ব্লকের বিডিও বাপি ধর। পাশাপাশি মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হয় নিরাপদ স্থানে অতি দ্রুত সরে যাওয়ার জন্য এবং সতর্ক থাকার জন্য।
Social