টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার সূর্যাস্তের আগে সূর্যের পুজো দেওয়ার জন্য দুর্গাপুর শিল্পাঞ্চলের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোর এলাকার সংকর বাঁধে ছট পুজো দেওয়ার জন্য ভিড় জমালেন এলাকার বাসিন্দারা। বিকাল থেকে পুজোর সামগ্রী নিয়ে জলাশয়ের ধারে ভিড় জমান পুণ্যার্থীরা। এদিন করোনার বিধি-নিষেধ মেনে পুজোর আয়োজন করা হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন করোনাকালে সমস্ত রকম বিধি-নিষেধ মেনে তারা এ বছর পুজোর আয়োজন করেছে। গত চারদিন ধরে তাদের এই ছট পুজোর অনুষ্ঠান চলছে। বুধবার জলাশয়ের ঘাটে সাধারণ মানুষ পুজো দেওয়ার জন্য আসেন এবং সেখানে সূর্যাস্তের সময় সূর্যের পুজো দেওয়ার পর পথের দিন সকলেই জলাশয়ে এসে সূর্য উদয়ের সময় সূর্যের পুজো দেওয়ার পর তাদের এই পুজো সম্পন্ন হবে।
ছট পুজো এমনই একটি পুজোর যে পুজোর সময় সূর্যাস্তের মুহূর্তে সূর্যদেবের পুজো দেওয়া হয়। অন্যান্য বছর ছট পুজো দেওয়ার জন্য ছট পুজোর ঘাটে প্রচুর পরিমাণে ভিড় হলেও এবছর করোনার জন্য ভিড়ের সংখ্যা অনেক কম ছিল।