টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বুধবার পূর্ব বর্ধমান জেলার রায়না ২ ব্লকের বিডিও অনিসা জস ছোটবৈনান স্কুলে পরিদর্শনে এসে পাইটে ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিডিও অনিসা জসের সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন প্রধান সহ পঞ্চায়েতের আধিকারিক বৃন্দ। প্রসঙ্গত, প্রথম দফার শিবির করার পর পাইটে ১ পঞ্চায়েতের নিজস্ব তহবিলে টান পড়েছে। এই অবস্থায় দ্বিতীয়বার দুয়ারে সরকার কর্মসূচী। সেজন্য এদিন বিডিও-র কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেন। এবারও এই অঞ্চলের দুয়ারে সরকার শিবির এই স্কুলে হবে।
এদিন উপপ্রধান রামচন্দ্র পাল বলেন বিডিও ম্যাডামের কাছে দুয়ারে সরকার কর্মসূচি রূপায়নের জন্য আর্থিক সহায়তার দাবি করলাম। তিনি আরও বলেন, দুয়ারে সরকার শিবিরে যেসব আধিকারিকরা আসবেন তাদের মধ্যাহ্নভোজনের জন্য প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে। এছাড়াও আনুষাঙ্গিক অন্যান্য বেশ কিছু খরচ আছে, সবমিলিয়ে তিনি এদিন ভিডিওর কাছে দুয়ারে সরকার শিবিরের রূপায়নের জন্য এই আবেদন করেন। পাশাপাশি এদিন পাইটে ১ গ্রাম পঞ্চায়েতে দেখা গেল নজিরবিহীন ঘটনা। কাস্ট সার্টিফিকেট সহ বিভিন্ন কাজে বহু মানুষ আসেন।
Social