টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ যশে ক্ষতিগ্রস্ত গোটা জেলা জুড়ে, পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলাও। এদিন শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতিতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন বৈঠকে জেলায় যেসমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেইসমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় জেলাশাসকের দপ্তরে।তারমধ্যে জেলায় যেখানে যেখানে বাড়িঘর থেকে শুরু করে চাষে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ তাদের ব্যাঙ্কের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন এই বৈঠকের শেষে মন্ত্রী স্বপন দেবনাথ।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা সহ অন্যান্য বিধায়করা।
Social