টুডে নিউজ সার্ভিস, বাঁকুড়াঃ করোনা আক্রান্ত দুঃস্থ পরিবার ও করোনার সময়ে সমস্যায় থাকা পরিবারের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পাত্রসায়র শাখা। বৃহস্পতিবার পাত্রসায়েরের কাঙ্করডাঙ্গা মোড়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা কর্মসূচি শুরু করেন। সংগঠনের পাত্রসায়ের ব্লক সভাপতি বিদ্যুত চক্রবর্তী বলেন, প্রশাসনের দেওয়া দুঃস্থ পরিবার গুলির তালিকা অনুযায়ী পরিবার গুলিকে ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম সোয়াবিন, ৫০০ গ্রাম সরষের তেল, হলুদ, জিরে, লঙ্কাগুঁড়ো , বারোটি করে ডিম, পাতিলেবু, ২ কেজি আলু, মাস্ক এবং ১০০ টাকা করে নগদ তুলে দেওয়া হবে। প্রয়োজনে দশ দিন পরে আবার একই পরিমাণ সাহায্য পাঠানো হবে।পঞ্চায়েত গুলির বুথ স্তরের তৃণমূল কর্মীরা এই কাজে সাহায্য করবেন।প্রথম দিন পঞ্চাশটি পরিবারকে সাহায্য করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন পাত্রসায়েরের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ ব্যানার্জী এবং পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সিংহ। শিক্ষক সংগঠনের এই উদ্যোগে পাশে থাকার বার্তা দিয়েছেন তারা।
Social