Breaking News

দুঃস্থ-অসহায় পরিবারের হাতে রেশন তুলে দিলেন ভলি লাভার্স টিম

 

 রাহুল রায়,কাটোয়াঃ‌ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের পলসোনা গ্ৰামে করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। এরফলে এলাকার মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এইসময়ে অসহায় দুঃস্থ মানুষদের দুবেলা খাবারও ঠিকমতন জুটছেনা।‌ অসহায় দুঃস্থ মানুষেরা অনাহারে দিন কাটাচ্ছেন তারা। সেই খবর পেয়েই, সেইসব অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ালো পলসোনা গ্ৰামের ভলি লাভার্স টিমের সদস্যরা। এদিন ৩০ টি অসহায়-দুঃস্থ পরিবারের লোকজনের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন, তেল, নুন, সাবান মাস্ক তুলে দেয় তারা। এইদিন করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবরও নেয় সদস্যরা। পাশাপাশি করোনা নিয়ে এলাকার মানুষদেরকে সচেতনও করেন। সদস্যদের এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা।

About Burdwan Today

Check Also

প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর

পারিজাত মোল্লাঃ সোমবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে প্রয়াত বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লার অষ্টম মৃত্যুবার্ষিকী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *