অশোক মজুমদার, কলকাতাঃ দিদি সবসময় নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। ঘরে বাইরে তাদের সংগ্রামকে উনি ভীষণ সম্মান করেন। বাংলায় নারীদের এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বহু প্রকল্প তিনি নিয়েছেন। নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রেও মহিলাদের গুরুত্ব বিশেষ ভাবে দেন।
ভারতের মধ্যে এখন একমাত্র রাজ্য আমাদের বাংলা, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আমাদের দিদি। এবং এবারে তো তিনি এক কদম এগিয়ে নতুন গঠিত মন্ত্রিসভায় এই আটজন মহিলা বিধায়ককে মন্ত্রী করলেন। এটাও বোধয় দেশের মধ্যে একমাত্র বাংলা করে দেখালো
আজ শপথের পর দিদির নারী ব্রিগেড। এদের দেখে খুব ভালো লাগলো।
Social