দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ ইন্দাস ব্লক প্রশাসন ও ইন্দাস থানার পক্ষ থেকে দুইটি পৃথক প্রচার গাড়ি গোটা এলাকার জুড়ে ঘূর্ণিঝড় সতর্কতায় চলছে মাইকিং। ইন্দাসে দামোদর ও শালী নদীর মোহনায় চললো এই প্রচার। এখানকার এক বাসিন্দা লক্ষী দেবী বলেন, এই ঝড়ের জন্য খুব আতঙ্কে আছি।দামোদর ও শালী নদীর মোহনায় ঘর করে আছি। খুবই ভয় লাগছে। প্রশাসনিক ভাবো সাহায্যের আশ্বাস দিয়েছে। কিন্তু, তার অভিযোগের আগের ঝড়ে আমাদের অনেক ক্ষতি হয়ছে। সরকার থেকে কোনো কেউ খোঁজ খরব নেয়নি। এই সময় প্রশাসনকে পাশে পাবো না কিনা সন্দেহ আছে।
Social