Breaking News

দলীয় কার্যালয়ে চলল ভাঙচুর, কর্মীদের বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ঝিলিক দাস, বীরভূমঃ দুবরাজপুরের পর এবার বীরভূমের সাঁইথিয়া থানার আহমদপুরে প্রকাশ্য ভরদুপুরে তৃণমূল কংগ্রেসের ওপর হামলা চালাল বিজেপি। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় বিজেপির কর্মী-সমর্থকেরা। এমনকি বাঁশ দিয়ে পেটানো হয় দলীয় কার্যালয়ে উপস্থিত তৃণমূল কর্মীদের। বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর জখমও হন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের বাইরে থাকা একাধিক মোটরবাইক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি টোটো ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান লাভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিংহ। তিনি বলেন যে সময় হামলা হয় সে সময় দলের কর্মীরা নির্বাচনী প্রচার কৌশল নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল। একই সময়ে রাস্তা দিয়ে বিজেপির একটি মিছিল যাচ্ছিল। কোনোরকম কারন ছাড়াই বাঁশ ইট নিয়ে আক্রমণ শুরু করে বিজেপির কর্মী-সমর্থকেরা। আক্রমণ করার সময় তৃণমূল কংগ্রেসের হাতে গোনা কয়েকজন কর্মী কার্যালয়ের ভেতরে বসে কাজ করছিল। মুহুর্মুহু ইটের টুকরো উড়ে আসছিল। প্রাণ  বাঁচতে তৃণমুল কর্মীরা পালিয়ে যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, কেন বিজেপি এই ধরনের কাজ করছে সেটা তিনি বুঝতে পারছেন না। হামলার সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিল তৃণমূল কর্মী  চিরঞ্জিত মন্ডল। তিনি বলেন বিজেপি কর্মীরা হাতে টাঙ্গি, বাঁশ, লোহার রড,বন্দুক নিয়ে হামলা চালায়।ঘটনার খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশবাহিনী। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

About Burdwan Today

Check Also

পুজোর অনুদান ৭০ থেকে বেড়ে ৮৫ হাজার টাকা, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ আর কমাস পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই মঙ্গলবার কলকাতা নেতাজি ইনডোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *