টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ একটি সর্বভারতীয় শিক্ষা সংক্রান্ত ম্যাগাজিনের তরফে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যায় ত্রিশ জন সর্বভারতীয় স্তরের শিক্ষাবিদের সাথে অশোক রুদ্রর নেতৃত্বে লকডাউন পাঠশালাকে করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকার সময় পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য রূপালি রেখা ও ক্রিয়েটিভ কর্মসূচির স্বীকৃতি দিলো। উল্লেখ্য দেশের একমাত্র কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠনের কার্যক্রম, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির লকডাউন পাঠশালাতে সারা রাজ্যে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকাদের প্রায় একহাজার দল গড়ে শিক্ষার্থীদের বাড়ীতে শিক্ষা পৌঁছে দেওয়ার কার্যক্রম নেওয়া হয়েছিল। এই কর্মসূচি করোনাকালে শিক্ষা ক্ষেত্রে রূপালি দিশা হিসাবে চিহ্নিত করে সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র কে এই ত্রিশজন দেশের ক্রিয়েটিভ শিক্ষাবিদের মধ্যে জায়গা দেওয়া হয়েছে একমাত্র রাজনীতিবিদ শিক্ষক হিসাবে।
সংগঠনের রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্নেহধন্য অশোক রুদ্র বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দিশা দেখানো কর্মসূচি হিসাবে তাদের সংগঠনের শিক্ষক শিক্ষিকারা লকডাউন পাঠশালার মাধ্যমে আগেই দুয়ারে শিক্ষা পৌঁছে দিতে সফল হয়েছে। এছাড়াও ছাত্র ছাত্রীদের মানসিক স্বাস্থ্য এর কথা ভেবে ক্রীড়া ও পুষ্টি সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম শিক্ষক শিক্ষিকারা নিয়েছিলো বলে জানান। তিনি কর্মসূচি সফলভাবে রূপায়নের জন্য অভিষেক ব্যানার্জী, তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর পাশাপাশি সংগঠনের সমস্ত স্তরের নেতৃত্ব ও সাধারণ শিক্ষক শিক্ষিকাদের সাথে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদেরও ধন্যবাদ জানান।
Social