গৌরনাথ চক্রবর্তী, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। উদ্বোধন করলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। দলীয় পতাকা উত্তোলন করলেন দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রাধানাথ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, দাঁইহাট পৌরসভার পৌরপ্রশাসক শিশির মন্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, কাটোয়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মন্ডল, কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, দাঁইহাট পৌরসভার পৌর বোর্ডের সদস্য প্রদীপ রায়, দাঁইহাট শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ মোদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
দাঁইহাট শহরের নতুন তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দাঁইহাট শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এইদিন ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।
Social