দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন। রাস্তা ছাপিয়ে জল ঢুকে পড়েছে বসতবাড়িতে। যেসব এলাকায় জল ঢুকে পড়েছে সেইসব এলাকায় পরিদর্শনে আসেন ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।পাশাপাশি কিছু মানুষকে স্কুল ও ক্লাব ঘরে থাকা ও খাওনোর ব্যবস্থা করা হয়েছে।
অনবরত বৃষ্টির ফলে করিশুন্ডা অঞ্চলের পাহাড়পুর, দেরিয়াচক, শ্রীরামপুর, আব্দুলপুর বিভিন্ন গ্রামে ঘর বাড়ি ভেঙে পড়েছে। প্রকৃতির কাছে মাথা নত করে রাত কাটাতে হয়েছে মানুষকে ।একনাগাড়ে বৃষ্টিতে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও তেঁতুলমুড়ি ও জয়নগর খালের তলায় একে একে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি. গাছ, ধান, বিভিন্ন ধরনের সব্জি জমি। ইন্দাস ব্লকের দেবখালের উপর বয়ে চলেছে জল। এরফলে যাতায়াতের সমস্যা হচ্ছে। বাস চলাচল পুরোপুরি বন্ধ।
Social